ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমানঃ ফের রাতের অন্ধকারে এটিএম ভেঙে টাকা লুঠের চেষ্টা চালালো দুষ্কৃতীরা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বর্ধমান শহরের কাঁটাপুকুর মোড় শর্মাপাড়া এলাকায়।
খবর পেয়ে সকালেই ঘটনাস্থলে পৌঁছায় স্টেট ব্যাংকের এটিএম আধিকারিক সুবীর গোস্বামী। পরে পুলিশ কে খবর দেওয়া হয়। সুবীর বাবু জানিয়েছেন, দুষ্কৃতীরা গ্যাস কাটার দিয়ে এটিএমের ভোল্ট কাটার চেষ্টা করেছে, এটিএম কাউণ্টারের সিসি ক্যামেরা ভেঙে দিয়েছে। যদিও এটিএম এ থাকা টাকা নিয়ে যেতে পারেনি দুষ্কৃতীরা।
সুবীর বাবু জানিয়েছেন, এখানে কোনো নৈশ প্রহরী থাকে না। তবে এই ঘটনার পর ব্যাংকের উর্ধতন কতৃপক্ষের সঙ্গে প্রহরী নিয়োগের বিষয়ে আলোচনা করা হবে। বর্ধমান থানার পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।
0 comments:
Post a comment