728x90 AdSpace

Latest News

Sunday, 28 April 2019

রাত পোহালেই ভোট, ভোট কেন্দ্রে যাওয়ার তোড়জোড় শুরু বর্ধমান জেলায়


ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমানঃ রাত পোহালেই ভোট। আর তীব্র দাবদাহের মাঝেই জোরকদমে চলছে ভোটের প্রস্তুতি। রবিবার সকাল থেকেই ভোটকর্মীরা হাজির হয়ে যান ডিসি আর সি তে। সেখান থেকে ইভিএম, ভি ভি প্যাট নিয়ে দুপুর থেকেই বুথে বুথে রওনা দিতে শুরু করে দিলেন ভোট কর্মীরা। দেখা গেল নিরাপত্তা কর্মী ছাড়াই ভোট কর্মীদের টোটোয় চেপে বুথের দিকে রওনা হতে। জেলায় ৭৮ টি ভোটগ্রহন কেন্দ্রে মহিলা কর্মীরা ভোট পরিচালনা করবেন। এমনকি বেশীরভাগ বুথেই থাকবে মহিলা সিকিউরিটি পারসেনাল।


২৯ শে এপ্রিল জেলার ৪১৮৫ টি বুথে সকাল ৭ টা থেকে শুরু হবে ভোটগ্রহণ। চলবে ৬ টা পর্যন্ত। জেলার ৯৯ শতাংশের বেশী বুথে থাকবে কেন্দ্রীয় বাহিনী। তার মধ্যে ৭৮ টি বুথ মহিলা পরিচালিত।এদিন সকালেই ডিসিআরসিতে হাজির হয়ে যান মহিলা ভোটকর্মীরা। মহিলাদের জন্য ডিসিআরসি তে খোলা হয়েছে আলাদা করে কাউন্টার। কাউন্টারে থাকা কর্মীরাও মহিলা। মুলত শহর এলাকাতেই থাকছে মহিলা পরিচালিত বুথগুলি। বর্ধমান, মেমারি, কালনা ও কাটোয়া শহরে থাকছে মহিলা বুথ। তীব্র গরমে ভোট কর্মী তথা ভোটের কাজে নিযুক্ত কর্মীদের কষ্ট থেকে কিছুটা স্বস্তি দিতে এবার জেলা প্রশাসনের উদ্যোগে বন্দোবস্ত করা হয়েছে লেবু জলের। পাশাপাশি মাত্র ৩৫ টাকায় নিরামিষ,৪০ টাকায় ডিম ভাত এবং ৫০ টাকায় মাছ ভাত খওয়ারও আয়োজন করেছে জেলা প্রশাসন। তীব্র গরমেও খাবার খোঁজে রীতিমত খাবারের জায়গায় ভিড় জমাচ্ছেন ভোট কর্মীরা।
রাত পোহালেই ভোট, ভোট কেন্দ্রে যাওয়ার তোড়জোড় শুরু বর্ধমান জেলায়
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Top