728x90 AdSpace

Latest News

Friday, 5 April 2019

বর্ধমানে আত্মঘাতি আলু ভাগচাষী

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমানঃ লোকসভা ভোটের মুখে বিষ খেয়ে আত্মঘাতি হলেন এক ভাগচাষী। মৃতের নাম বাপন ক্ষেত্রপাল (২৮)। বাড়ি মেমারী শ্রীধরপুর এলাকায়। এই ঘটনায় রাজনৈতিক তরজা বাড়তে শুরু করেছে। 

এদিনই বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনের সিপিএম প্রার্থী আভাষ রায় চৌধুরী ২০১১ সালের পর থেকে লাগাতার চাষীদের আত্মঘাতি হবার অভিযোগ তুলে সমালোচনা করেছেন রাজ্য সরকারের। মৃতের পরিবার সূত্রে জানা গেছে, ৫ বিঘে জমিতে ভাগে আলু চাষ করেছিলেন বাপন ক্ষেত্রপাল। সম্প্রতি প্রাকৃতিক দুর্যোগে আলুর ফলন ব্যাপক মার খায়। বিঘে প্রতি আলুর ফলনের অর্ধেক ফলন এবং ফসলের গুণমান খারাপ হওয়ায় তিনি বাজারে দাম পাননি। এই চাষ করতে গিয়ে তিনি মহাজনের কাছ থেকে স্ত্রী বুল্টি ক্ষেত্রপালের ১ ভরি সোনার গহনা বন্ধক রেখে ঋণ নেন। এদিকে, ঋণ শোধ করতে না পেরে মহাজনের তাগাদা বাড়ছিল। তা নিয়ে স্ত্রীর সঙ্গে অশান্তি শুরু হয়। তার জেরেই তিনি বিষ খান বৃহস্পতিবার দুপুরে। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাঁকে মেমারী হাসপাতাল এবং পরে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিত্সক মৃত ঘোষণা করেন। 
বর্ধমানে আত্মঘাতি আলু ভাগচাষী
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Top