Headlines
Loading...
শিশু সুরক্ষায় পেডিয়াকনের আলোচনাসভা

শিশু সুরক্ষায় পেডিয়াকনের আলোচনাসভাসপ্তর্ষি সিংহ,কলকাতাঃ ওয়েস্টবেঙ্গল অ্যাকাডেমী অফ পেডিয়াট্রিক আয়োজিত ৩৭তম পেডিয়াকন শীর্ষক এক বার্ষিক সম্মেলন আয়োজিত হল। এই আলোচনাসভায় দেশ বিদেশ থেকে প্রায় ২৫০ জন শিশুচিকিৎসক উপস্থিত ছিলেন। 

সদ্যজাত এবং অন্যান্য শিশুদের চিকিত্সার বিভিন্ন নবনির্মিত দিক নিয়ে আলোচনা হয় এই সম্মেলনে। উপস্থিত ছিলেন সম্পাদক ডাঃ পল্লব চ্যাটার্জি, ডাঃ অরুণ মাঙ্গলিক, ডাঃ জয়দীপ চৌধুরী প্রমুখ। ডাঃ পল্লব চ্যাটার্জি বলেন,'বর্তমানে ভ্যাকসিনেশন নিয়ে সচেতনতা অনেকটাই বেড়েছে। নতুন ধরনের ওষুধ এবং প্রযুক্তিকে পাথেয় করে বর্তমানে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। পক্স এবং পোলিও বর্তমান সময়ে অনেকটাই রোখা সম্ভব হয়েছে। এখন মিসলস এবং রুবেলা কে প্রতিহত করার চেষ্টা চলছে সারা বিশ্ব জুড়ে। বাচ্চাদের ক্ষেত্রে ফাস্টফুড, হেল্থ ড্রিঙ্ক, সফট ড্রিঙ্ক স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। তিনি বলেন, খাবারের তালিকায় ঘরের তৈরি খাবার বেশী করে রাখবেন। প্রতিদিন সম্ভব হলে খাদ্য তালিকায় ফল অবশ্যই রাখুন।' ডা মাঙ্গলিক এন্টিবায়োটিক এর প্রভাব নিয়ে আলোচনা করেন। এছাড়া বাচ্চাদের সঠিক সময়ে সঠিক ভ্যাকসিন দেওয়ার কথাও তিনি বলেন।

0 Comments: