ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমানঃ বিজেপি করার জন্য একের পর এক অত্যাচার হয়েছে তাঁর পরিবারের ওপর। সিপিএম, তৃণমূল কংগ্রেস কে না করেছে এই অত্যাচার? তৃণমূল কংগ্রেসের অত্যাচারে তাঁর বাঁ কাঁধের কলারবোন ভেঙ্গেও গেছে। তাঁর স্ত্রীকে ২০১১ সালে বিধানসভা নির্বাচনের সময় এমন মারধর করা হয়েছিল যে তিনি এখনও চিকিৎসা করাচ্ছেন। কয়েকজনের বিরুদ্ধে বর্ধমান আদালতে মামলাও চলছে। তবু বিজেপির প্রতি তাঁর ভালবাসা কমেনি। আর তাই তিনি প্রতিজ্ঞা করেছেন রাজ্যে যতদিন না বিজেপি ক্ষমতায় আসবে ততদিন তিনি পায়ে জুতো পরবেন না। খালি পায়েই ঘুরবেন। ১৯৯০ সাল থেকেই তিনি এই প্রতিজ্ঞা পালন করছেন। বুধবার তাঁর এই প্রতিজ্ঞার কথা জানালেন বর্ধমান দুর্গাপুর লোকসভার প্রার্থী সুরিন্দরজিত সিংহ আলুওয়ালিয়াকেও।
বুদবুদ থানার দেবশালা গ্রামের বাসিন্দা জয়দেব বাগ্দী। ১৯৯০ সাল থেকেই তিনি বিজেপির পরমভক্ত। কিন্তু তার জন্য তাকে দিতে হয়েছে অনেক খেসারতও। তাঁর অভিযোগ, বিজেপি করার অপরাধে তাঁর এবং তাঁর পরিবারের ওপর লাগাতার হামলা চালিয়েছে সিপিএম, তৃণমূল কংগ্রেস। একাধিক মামলাও হয়েছে। কিন্তু তাতেও তিনি দমেননি। তাঁর একটাই স্বপ্ন রাজ্যে বিজেপি ক্ষমতায় আসুক। আর সেদিন তিনি ফের জুতো পরবেন। না হলে এভাবেই চলবে। জানিয়েছেন, বিজেপি করার জন্য অত্যাচারের জেরে তিনি দীর্ঘদিন অন্য রাজ্যে কাটাতেও বাধ্য হয়েছেন। বুধবার জয়দেববাবু এসেছিলেন বর্ধমান আদালতে মামলার প্রয়োজনে। সেই সময় তিনি দেখতে পান বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনের বিজেপি প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়াকে। তাঁকে ফুলের স্তবক দিয়ে বরণও করেন জয়দেববাবু। তিনি জানিয়েছেন, তাঁর এই প্রতিজ্ঞার কথা বিজেপির রাজ্য নেতৃত্বও জানেন। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মাঝে মাঝেই তাঁর খোঁজ খবর নেন।
0 comments:
Post a comment