
ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমানঃ বাঙালি মানেই ফুটবল। আর নতুন বছরের প্রথম দিনে সেই ফুটবল কে সামনে রেখে মাঠেই আয়োজন করা হল বারপুজোর। সোমবার বর্ধমান কল্পতরু ময়দানে স্পোটর্স ফর ডেভলপমেণ্ট এর উদ্যোগে এই পুজোর আয়োজন করা হয়। এই উপলক্ষে এদিন সকালে হাজির হয়েছিল এই কোচিং সেন্টারের প্রায় ১০০ জন শিক্ষার্থী। বিভিন্ন গ্রুপের পুরুষ ফুটবলারদের সঙ্গে এদিন এই সেন্টারের মহিলা ফুটবলাররাও অংশ নেন এই বারপুজোয় ৷
কোচ সুমন কুন্ডু, অরুন কুমার ঘোষের তত্ত্বাবধানে চলে এই ফুটবল কোচিং সেন্টার। গোলকিপার কোচের দায়িত্বে আছেন রাজেশ মেহেরা ৷ এনারাও প্রত্যেকে এদিন অংশ নেন বারপূজোয় ৷ কোচ সুমন কুন্ডু জানান, প্রতিবছরের মতো এবছরও সেন্টারের পক্ষ থেকে বৈশাখের প্রথম দিনে ফুটবল ও ফুটবলারদের মঙ্গল কামনায় বারপূজোর আয়োজন করা হয়েছিল। হাজির ছিলেন প্রাক্তন ফুটবলার পার্থ ব্যানার্জি।
0 comments:
Post a comment