Headlines
Loading...
প্রান ফোটাতে হবে শিল্প ভাবনায় - শুভাপ্রসন্নের প্রশংসা শিল্পী হারাধন কে

প্রান ফোটাতে হবে শিল্প ভাবনায় - শুভাপ্রসন্নের প্রশংসা শিল্পী হারাধন কে


এম কৃষ্ণা,কলকাতাঃ  ইচ্ছা,মনের জোর, কাজের প্রতি অদ্যম্য ভালোবাসাই এনে দেয় স্বীকৃতি। এমনটাই পেলেন শিল্পী হারাধন সাহা ৷ সম্প্রতি কলকাতার গগনেন্দ্র প্রদর্শনশালায় হয়ে গেল এই শিল্পীর একক চিত্র প্রদর্শনী ৷ আনুষ্ঠানিক সূচনা করেন প্রক্ষাত শিল্পী শুভাপ্রসন্ন ৷ ছিলেন এই সময়ের জনপ্রিয় সাহিত্যিক প্রচেত গুপ্ত, দক্ষিণ দমদম পৌরসভার চেয়ারম্যান ড.পাঁচু গোপাল রায়, সমাজ সেবী ড.অরুনোদয় মন্ডল সহ বিশিষ্ঠ ব্যক্তিবর্গ ৷

 চিত্র প্রদর্শনের পাশাপাশি প্রদর্শিত হল হারাধন সাহার তৈরী বিভিন্ন ভাস্কর্য ও নানান ক্যানভাস ৷ কাঠের খোদাই বুদ্ধমূর্ত্তি, লর্ড গণেশ, সেভ ট্রি সেভ ওয়ার্ল্ড এর মতো ভাস্কর্য দেখে উচ্চ প্রশংসা করলেন প্রখ্যাত শিল্পী শুভাপ্রসন্ন ৷ 

এর সঙ্গে নজর কাড়লো শিল্পীর ক্যানভাসে ভেসে ওঠা বনলতা, জয় জগ্গনাথ, রীদম, বুদ্ধ সহ অন্যান্য অনেক চিত্র ৷ প্রতিমূহুর্তে ব্যস্ততা, হানাহানি, অবসাদ এর মাঝে শিল্পী হারাধন সাহার এই প্রদর্শনী যেন অন্যমাত্রা এনে দিলো উপস্থিত ছাত্রছাত্রি ও অসংখ্য সাধারন দর্শকদের মাঝে ৷ 

শিল্পী শুভাপ্রশন্ন প্রায় বলেই দিলেন হারাধন বাবুর হাতের ছোঁওয়ায় প্রান পেয়েছে প্রতিটি ভাস্কর্য। এই প্রজন্মের শিক্ষার্থীদের কাছে এই প্রদর্শনী বেশ শিক্ষণীয়।

0 Comments: