728x90 AdSpace

Latest News

Monday, 25 March 2019

চাষীর ক্ষতিপূরণের দাবীতে কৃষকসভার বিক্ষোভ


ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমানঃ চলতি মরশুমে আলুর দাম না পাওয়া এবং প্রাকৃতিক বিপর্যয়ের কারণে পূর্ব বর্ধমান জেলায় ৩জন চাষী আত্মঘাতি হয়েছেন। ভোটের রাজনীতিতে সব মুখর থাকায় চাষীদের অবস্থা ক্রমশই করুণ হয়ে উঠছে। সরকারীভাবে আলু কিনে চাষীদের সমস্যা মেটানোর উদ্যোগ নিলেও ভোটের কারণে তা শুরুই হয়নি। এই অবস্থায় চাষীদের আলুর বস্তা পিছু সাড়ে তিনশো টাকা প্রদানের দাবী, পিঁয়াজ এবং শাকসব্জীর প্রাকৃতিক দুর্যোগ জনিত ক্ষতিপূরণ প্রদানের দাবীতে সোমবার বর্ধমানের কার্জন গেটে বিক্ষোভ দেখালো সিপিএমের কৃষকসভা। এদিন কার্জন গেটের সামনে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সিপিএমের রাজ্য কমিটির সদস্য অমল হালদার, জেলা কমিটির সদস্য উদয় সরকার, গণেশ চৌধুরী, সৈয়দ হোসেন প্রমুখরাও। কার্জন গেটের সামনে এদিন আলু ঢেলে বিক্ষোভও দেখান তাঁরা।

চাষীর ক্ষতিপূরণের দাবীতে কৃষকসভার বিক্ষোভ
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Top