
ফোকাস বেঙ্গল ডেস্ক,কলকাতাঃ শুক্রবার রাজ্যে আসছে ১ হাজার আধাসেনার বিশেষ বাহিনী। অন্যদিকে পরিস্থিতি খতিয়ে দেখতে শনিবার রাজ্যে আসছে নির্বাচন কমিশনের ডেপুটি কমিশনারের নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি দল। জানা গেছে, মালদা, মুর্শিদাবাদ, দুই পরগনা,পূর্ব মেদিনীপুর, দুই দিনাজপুর, বীরভূম, পশ্চিম বর্ধমান ও কলকাতাতেও আধাসেনা মোতায়েন করা হবে।
উল্লেখ্য, বুধবার পশ্চিমবঙ্গের সবকটি কেন্দ্রকে চরম স্পর্শকাতর হিসাবে ঘোষণা করে কমিশনকে ব্যবস্থা নেওয়ার দাবি জানায় বঙ্গ বিজেপির নেতৃবৃন্দ। যার তীব্র প্রতিবাদ জানিয়েছে তৃণমূল কংগ্রেস। আর এরপরই শনিবার সুদীপ জৈনের নেতৃত্বে একটি দল বাংলায় আসবে বলে সূত্র মারফৎ জানা গিয়েছে। এই দলটি রবিবার ত্রিপুরা, সোমবার অসম ও মঙ্গলবার মণিপুর যাবে সেখানকার ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে।
0 comments:
Post a comment