728x90 AdSpace

Latest News

Saturday, 16 March 2019

বিয়ের পরেও দুজনের প্রেম ছিল অটুট, বিষ খেয়ে মারা গেল প্রেমিক-প্রেমিকাফোকাস বেঙ্গল ডেস্ক,হাওড়াঃ আট বছর আগের প্রেম বিয়ের পরেও দুজনের মধ্যে ছিল অটুট। সম্পর্ক টেকানো অসম্ভব দেখে মৃত্যু কেই আপন করে নিল প্রেমিক-প্রেমিকা। গ্রামীণ হাওড়ার জগতবল্লবভপুর থানার সন্ধ্যাবাজার এলাকার ঘটনা। মৃতদের নাম অভিজিৎ খাঁ এবং পিয়া পোড়েল। মৃতা প্রিয়ার মা জানান, গত কাল মেয়ে ফোন করে জানায়, আমায় একবার নিয়ে যাবে। আমি বলি হাঁটতে চলতে পারি না কিভাবে আসবো। তখন জামাইকে বলি একবার পাঠিয়ে দিয়ে যাও না। জামাই বলে, আর যেতে হবে না। দু দিন পরে গিয়ে ফায়সালা করবো। বেশ কিছুক্ষণ পর আমার ভাইপোকে জামাই ফোন করে বলে, তোমার পিসির মেয়ে বেরিয়ে গেছে খোঁজ নাও একবার কোথায় গেল। 


অভিজিতের কাকা লক্ষ্মীকান্ত খাঁর কথায়, হঠাত খবর পেলাম ওখানে দুজন ওষুধ খেয়ে পড়ে আছে। গিয়ে দেখি আমার একটা ভাইপো। আট বছর আগে যার সঙ্গে ভালোবাসা ছিল তারও বিয়ে হয়ে গিয়েছিল কুড়ি-বাইশ দিন আগে। দুজনে মিলে ওষুধ খেয়ে পড়ে রয়েছে। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানায়। এই ঘটনায় দুই পরিবারে শোকের ছায়া।
বিয়ের পরেও দুজনের প্রেম ছিল অটুট, বিষ খেয়ে মারা গেল প্রেমিক-প্রেমিকা
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Top