সপ্তর্ষি সিংহ,কলকাতাঃ ভারতের গাড়ির বাজারে সবচেয়ে বৃহৎ গাড়ি নির্মান প্রস্তুতকারক সংস্থা মার্সেডিজ বেঞ্চ। বুধবার সংস্থার পক্ষ থেকে শহরে দুটি বিলাসবহুল ও অত্যাধুনিক মানের বিক্রয়কেন্দ্র উদ্বোধন করা হল। ইতিমধ্যে দেশের ৪৭টি শহরে ৯৫টি বিক্রয়কেন্দ্র রয়ছে এই সংস্থার। এদিন নয়া এই ডিলারশিপটির উদ্বোধন করেন মার্সেডিজ ইণ্ডিয়ার প্রধান মার্টিন সচেন ও ল্যাণ্ডমার্ক গ্রুপের চেয়ারম্যান সঞ্জয় ঠাক্কর।
এদিন মিঃ মার্টিন বলেন, আধুনিক বিলাসবহুল এই ব্র্যান্ডের নতুন শোরুম উদ্বোধন তাদের গ্রাহক কেন্দ্রীক। গত পাঁচ বছরে শহরে সংস্থার ব্যবসা বৃদ্ধি পেয়ছে। বিলাসবহুল গাড়ির বাজারে গ্রাহকদের উদ্দেশ্যে আরো অত্যাধুনিক গাড়ি প্রস্তুত করতে তারা পরিকল্পনা করছেন। মিঃ সঞ্জয় বলেন, ভারতের বাজারে পাঁচ বছর ধরে ল্যাণ্ডমার্ক গ্রুপ জড়িত রয়ছে। কলকাতার পাশাপাশি আহমেদাবাদ, ভাডোদারা, সুরাট, থানে, ইন্দোর ও ভোপালে তাদের নিজস্ব সেন্টার রয়েছে।
0 comments:
Post a comment