728x90 AdSpace

Latest News

Thursday, 28 March 2019

অবশেষে বর্ধমানে এলেন কংগ্রেস প্রার্থী রণজিৎ মুখোপাধ্যায়ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমানঃ নাম ঘোষণার পর বৃহস্পতিবার বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনের কংগ্রেস প্রার্থী রণজিৎ মুখোপাধ্যায় বর্ধমানে এলেন। এদিন তিনি কংগ্রেস কর্মী নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন। পরে জেলা কংগ্রেস সভাপতি আভাষ ভট্টাচার্য, সহ সভাপতি কাশীনাথ গাংগুলি সহ কংগ্রেস কর্মীদের নিয়ে বর্ধমান শহরের কয়েকটি জায়গায় প্রচারও করেন। 

ইতিমধ্যেই কংগ্রেস প্রার্থী বহিরাগত বলে যে প্রচার শুরু হয়েছে কংগ্রেসের অন্দরে তা নিয়ে রণজিতবাবু জানিয়েছেন, তার সঙ্গে বর্ধমানের যোগ পুরনো। তিনি দাবী করেছেন, কয়েকদিনের মধ্যেই দেখতে পাবেন কংগ্রেস কর্মীরা সকলেই তার সঙ্গে প্রচারে নেমেছেন। তিনি জানিয়েছেন, প্রকাশিত কংগ্রেসের ইস্তাহারকে সামনে রেখেই তিনি ভোটারদের কাছে যাবেন। তুলে ধরবেন বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের অপশাসনের কথাও। যদিও জেলা কংগ্রেসের কর্মীদের একাংশ প্রার্থী নিয়ে তাদের ক্ষোভ জাহির করেছেন বিভিন্ন মহলে বলে সুত্রের খবর।   
অবশেষে বর্ধমানে এলেন কংগ্রেস প্রার্থী রণজিৎ মুখোপাধ্যায়
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Top