
সপ্তর্ষি সিংহ,কলকাতাঃ চান্দ্রেয়ীর ইন্দো-ওয়েস্টার্ন শাড়ির সম্ভার বেশ জনপ্রিয়। ফ্যাশন ডিজাইনার চান্দ্রেয়ী মূখার্জী ২০১৪ সালে ফ্যাশন ডিজাইনিং জগতে প্রবেশ করেন। এরপর আধুনিক সাজসজ্জার ইন্দো-ওয়েস্টার্ন শাড়ির ডিজাইন জনপ্রিয় হতে থাকে। বেঙ্গালুরুতে আয়োজিত ত্রয়োদশ ফ্যাশন উইকে নিজের সম্ভার প্রদর্শন করেছিলেন চান্দ্রেয়ী। এরপর শহরে নিজস্ব বুটিক বিপনির মাধ্যমে আধুনিক ফ্যাশনের শাড়ির সম্ভার প্রস্তুত করতে পথ চলা শুরু হয়। বৃহস্পতিবার নিজের ডিজাইন করা টেক্সটাইলের তৈরী ইন্দো-ওয়েস্টার্ন গ্রীষ্মকালীন ও বসন্তের শাড়ির সম্ভার নিয়ে এল চান্দ্রেয়ী। এদিন নিজস্ব বিপনিতে অভিনেত্রী শ্রীলেখা মিত্রর উপস্থিতিতে নতুন এই শাড়ির সম্ভার নিয়ে এক ফ্যাশন শো আয়োজিত হয়।
0 comments:
Post a comment