728x90 AdSpace

Latest News

Sunday, 10 March 2019

বিশ্বনারী দিবসে নতুন ভাবনা সি কে বিড়লা হসপিটালেরফোকাস বেঙ্গল ডেস্ক,কলকাতাঃ  সারা বিশ্বের সঙ্গে এদেশেও পালিত হয়েছে বিশ্ব নারী দিবস ৷ উঠে এসেছে নারী শক্তির কথা বিভিন্ন জায়গায় ৷ তবে এই দিনটি একটু অন্যভাবে পালন করলো কলকাতার সি কে বিড়লা হসপিটাল ৷ হাসপাতালের রুগী থেকে নার্স ও অন্যান্য বিভাগের মহিলারা মেতে উঠেছিলেন জমকালো এক অনুষ্টানে ৷ সবাই ভুলে গিয়েছিলেন কে রুগী, কে ডাক্তার ৷ ফ্যাশান শো - এর রেম্পে পা মেলালেন ভর্তি হওয়া সাধারন গৃহবধূ থেকে হাসপালের মেডিক্যাল বিভাগের মহিলারা ৷ আলোচনা চললো সম অধিকার সহ ইকুয়াল জেন্ডারের অধিকার নিয়েও ৷ 

অনুষ্টানে উপস্থিত হাসপাতালের বিভাগীয় প্রধান ববি ভারগীশ জানান, সমঅধিকারের লড়াইয়ের পথ অনেক কঠিন হলেও তারা তা অতিক্রম করতে চেষ্টা করে চলেছেন ৷ রাজ্যে এবং রাজ্যের বাইরে তাদের এই প্রতিষ্ঠানের ক্ষতিয়ান ও তুলে ধরেন বিভাগীয় প্রধান ৷ বিশ্ব নারী দিবসে তাদের এই অনুষ্ঠান যে এক আলাদা অনুভূতি এনে দিলো অংশগ্রহন করা মহিলাদের পাশাপাশি রোগীদের, তা বলাইবাহুল্য।   
বিশ্বনারী দিবসে নতুন ভাবনা সি কে বিড়লা হসপিটালের
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Top