Headlines
Loading...
পথ চলা শুরু হলো জেলা ক্রীড়া সংস্থার এথলেটিক একাডেমী উত্তরণের

পথ চলা শুরু হলো জেলা ক্রীড়া সংস্থার এথলেটিক একাডেমী উত্তরণেরফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমানঃ বর্ধমান জেলা ক্রীড়া সংস্থার এথলেটিক একাডেমী উওরনের অনুষ্ঠানিক শুভারম্ভ হয়ে গেলো ৷ বর্ধমান স্পন্দন স্টেডিয়ামে এই উপলক্ষে সদর মহকুমা থেকে প্রায় দু'শ তরুণ-তরুণী উঠতি খেলোয়াড় সমবেত হয়েছিলো ৷ এই একাডেমীর মাধ্যমে অনুশীলন করে আরও ভাল খেলাই সকলের উদ্দেশ্য বলে তারা জানিয়েছেন। প্রাথমিক ভাবে চারটি বিভাগে সিলেকসন কাম কম্পিটিশন করে দেখে নেওয়া হলো উঠতি প্রতিভাবান দের ৷ এখান থেকে চূড়ান্ত ভাবে একাডেমীতে সুযোগ পাবে ৩০ জন খেলোয়াড় ৷ যারা নিখরচায় তালিম নেবে ৷ 

এদিন এই একাডেমীর অনুষ্ঠানিক সূচনা করেন জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক পীরদাস মণ্ডল। উপস্থিত ছিলেন জেলাপরিষদের শিক্ষা ও ক্রীড়া কর্মাধ্যক্ষ নারায়ন হাজরা চৌধুরী, জেলা এথলেটিক কর্তা সুভাষ সাহা, শিবু রুদ্র, প্রাক্তন এথালিট লুৎফা বেগম সহ অনেকেই ৷ এই একাডেমী থেকেই আগামীতে ভাল খেলোয়াড় উঠে আসবে বলে আশা সাধারন ক্রীড়া প্রেমিদের। 

0 Comments: