728x90 AdSpace

Latest News

Sunday, 17 February 2019

বর্ধমানে 'ভবিষ্যতের ভূতে'র ভবিষ্যত দুরকমফোকাস বেঙ্গল ডেস্কঃ পরিচালক অনীক দত্তের ছবি ‘ভবিষ্যতের ভূত’-এর প্রদর্শনী আচমকা বন্ধ হয়ে যাওয়ায় ব্যপক চাঞ্চল্য ছড়াল ৷ শুক্রবারই মুক্তি পেয়েছে ছবিটি ৷ কিন্তু শনিবার সন্ধ্যায় রাজ্যের সমস্ত মাল্টিপ্লেক্সে ছবিটির প্রদর্শনী বন্ধ হয়ে যায় ৷ হলে গিয়ে সিনেমা দেখতে না পাওয়ায় ক্ষোভে ফেটে পড়লেন দর্শকরা ৷ তাঁদের অভিযোগ, আগাম নোটিশ ছাড়াই ছবিটি বন্ধ করে দেওয়া হয়েছে ৷ মাল্টিপ্লেক্স সূত্রের খবর, টিকিটের মূল্য ফেরৎ দেওয়া হবে ৷

ভূতেদের অস্তিত্ব সংকটের আড়ালে আমাদের চারপাশে ঘটমান বর্তমান আর অতীতকে এই ছবির মাধ্যমে তুলে ধরেছেন পরিচালক অনীক দত্ত। রাজনীতি থেকে সমাজ, মিডিয়া থেকে বিনোদন–পশ্চিমবঙ্গের এখন-তখনকে প্রকাশ্যে এনেছেন তিনি। রিলিজের সঙ্গে সঙ্গে ছবিটি ভাল সাড়া ফেলে দিয়েছিল রাজ্যে ৷ শনিবার সকালে প্রায় সমস্ত সংবাদমাধ্যমেই ছবিটির প্রশংসা করা হয়। কিন্তু সন্ধ্যেবেলায় সিনেমা হলে গিয়ে হতাশ হতে হল বহু দর্শককে ৷ সিনেমা দেখতে না পেয়ে হলের ভিতরেই বিক্ষোভ দেখান তাঁরা ৷

বিতর্ক যখন তুঙ্গে উঠেছে সেই সময় বর্ধমানের দুটি প্রেক্ষাগৃহে 'ভবিষ্যতের ভূত' এর ভাগ্য দু'রকম। একদিকে বর্ধমান আর্কেডের মাল্টিপ্লেক্সে গতকাল থেকেই ছবির স্ক্রিনিং বন্ধ করে দেওয়া হয়েছে। শুক্রবার এই ছবি দেখানো হলেও শনিবার আচমকাই তা বন্ধ করে উরি দেখানো শুরু হয়। যদিও পূর্ব বর্ধমান জেলাপরিষদ পরিচালিত সংস্কৃতি মেট্রো প্রেক্ষাগৃহে কিন্তু রবিবার যথারীতি দেখানো চলছে ভবিষ্যত ভূত। মাল্টিপ্লেক্সে ছবি না চলায় হতাশ দর্শকেরা। রবিবার অনেকেই এ ছবি দেখার কথা ভেবেছিলেন। আর আগেই ভূতেদের ভবিষ্যৎ অন্ধকার। উল্লেখ্য, সম্প্রতি 'এক্সিডেণ্টাল প্রাইম মিনিষ্টার' নিয়ে গোটা দেশ জুড়ে হৈচৈ শুরু হলে বর্ধমান জেলা পরিষদ তা বন্ধ করে দেয় আগাম সর্তকতা হিসাবে।
বর্ধমানে 'ভবিষ্যতের ভূতে'র ভবিষ্যত দুরকম
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Top