Headlines
Loading...
হাসপাতালে বসেই ভৌতবিজ্ঞান পরীক্ষা দিল অসুস্থ ছাত্র

হাসপাতালে বসেই ভৌতবিজ্ঞান পরীক্ষা দিল অসুস্থ ছাত্র


ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমানঃ  অসুস্থ অবস্থায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের বেডে বসে মঙ্গলবার ভৌতবিজ্ঞানের পরীক্ষা দিল এক ছাত্র। বর্ধমান মিউনিসিপ্যাল বয়েজ হাইস্কুলের ছাত্র অভীক কুমার রায়কে এদিনই সকালে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্ধমানের সাধনপুরের বাসিন্দা অভীক কুমার রায়ের মা পর্ণা রায় জানিয়েছেন, গত কয়েকদিন ধরেই অভীক জ্বরে ভুগছিল। গত কয়েকদিন জ্বর নিয়েই সে পরীক্ষা দিলেও সোমবার রাতে সে আরও গুরুতর অসুস্থ হয়ে পড়ে। এরপরই তাকে মঙ্গলবার সকালে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অভীকের সিট পড়েছিল বর্ধমান রাজ স্কুলে। 

0 Comments: