728x90 AdSpace

Latest News

Wednesday, 6 February 2019

সিমডালি থাকমনি উচ্চ বিদ্যালয়ে পালিত হলো প্রতিষ্ঠা দিবস

সৌমিক ভট্টাচার্য্য,বর্ধমানঃ যতোই সময়ের চাকা দ্রুত ঘুরুক, স্মৃতিগুলো সব অবগুণ্ঠনে বুকের অতল গভীরেই থেকে যায়, নাড়া দিলেই যেনো ভোরের শিউলির মতো ঝরে পড়ে। স্মৃতিগুলো ফিরে পাওয়া আর ফিরে দেখার মধ্যে দিয়েই পালিত হল বিদ্যালয়ের মিলন মেলা। বর্ধমান ১ নম্বর ব্লকের বাঘার ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের সিমডালি থাকমনি উচ্চ বিদ্যালয়ে মহাসমারহে পালিত হলো প্রতিষ্ঠা দিবস।

প্রত্যেক বছরের ন্যায় এবছরও প্রতিষ্ঠা দিবস এ উপস্থিত ছিল বর্তমান ছাত্র ছাত্রীদের পাশাপাশি প্রাক্তন প্রাক্তনিরাও। ৭২ তম স্কুলের প্রতিষ্ঠা দিবসের শুভ সূচনা হয় পতাকা উত্তোলনের মাধ্যমে। পরবর্তী পর্যায়ে ছাত্র ছাত্রীদের বিভিন্ন অনুষ্ঠান ও আদিবাসী নৃত্যের মাধ্যমে বিদ্যালয় প্রাঙ্গণ আনন্দ মুখরিত হয়ে ওঠে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাপরিষদের জনস্বাস্থ্য কর্মাধক্ষ্য বাগবুল ইসলাম, জেলাপরিষদের সদস্য নুরুল হাসান, বাঘার ২ নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান দেবব্রত সেন, স্কুলের প্রধান শিক্ষক ও অন্যান্যরা।
সিমডালি থাকমনি উচ্চ বিদ্যালয়ে পালিত হলো প্রতিষ্ঠা দিবস
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a comment

Top