728x90 AdSpace

Latest News

Sunday, 24 February 2019

বর্ধমানে সারদা আশ্রমের বাৎসরিক অনুষ্ঠান


ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমানঃ কয়েক হাজার মানুষের উপস্থিতিতে রবিবার বর্ধমানের সুভাষপল্লীর সারদা আশ্রমে পালিত হল বার্ষিক সাধারণ উৎসব। আশ্রমের মঠাধ্যক্ষ স্বামী দুর্গেশানন্দ মহারাজ জানিয়েছেন, এদিন এই উৎসব উপলক্ষ্যে প্রায় সাড়ে তিন হাজার ভক্তদের প্রসাদ বিতরণ করা হয়েছে। সকাল থেকেই মঙ্গলারতি, রামকৃষ্ণ পরমহংসদেব এবং সারদাদেবীর বিশেষ পুজা ও চণ্ডীপাঠ, নগর শোভাযাত্রা, ভক্তিগীতি,সারদা মায়ের সম্পর্কে বিশেষ আলোচনা, গীতি আলেখ্য পরিবেশিত হয়। উল্লেখ্য, এই আশ্রমেই রয়েছে সারদাদেবীর নখ ও চুল। আগে তা প্রকাশ্যে রাখা থাকলেও এখন সেই নখ ও চুলের ওপর তৈরী হয়েছে বেদী। সেখানেই সারদাদেবীর মূর্তি প্রতিষ্ঠা করা হয়েছে।
বর্ধমানে সারদা আশ্রমের বাৎসরিক অনুষ্ঠান
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Top