Headlines
Loading...
বর্ধমানে পথ দুর্ঘনায় নিহত চিকিৎসক

বর্ধমানে পথ দুর্ঘনায় নিহত চিকিৎসক


ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমানঃ নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কার ২নং জাতীয় সড়ক থেকে ছিটকে পড়ল রাস্তারে পাশের কৃষিজমিতে। দুর্ঘটনায় মৃত্যু হল বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের স্ত্রী ও প্রসূতি বিভাগের এক শল্য চিকিৎসকের। মৃত চিকিৎসকের নাম প্রিয়ঙ্কর কাঁড়া (৩৭)। বাড়ি হাওড়ার জগাছায়।পুলিশ ও বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার সকালে তিনি বাড়ি থেকে চারচাকা করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্য বের হন। ২ নম্বর জাতীয় সড়কের শক্তিগড়ের কাছে তার গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশে আলুর জমিতে উল্টে যায়। স্থানীয় মানুষ ও পুলিশ আহত চিকিৎসক এবং গাড়ির চালককে উদ্ধার করে বর্ধমানের অনাময় সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রিয়ঙ্করবাবুকে মৃত বলে ঘোষণা করেন। গুরুতর জখম গাড়ির চালক সৌরভ মণ্ডলের চিকিৎসা চলছে অনাময়ে। কিভাবে এই দুর্ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ।

0 Comments: