ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমানঃ কথায় আছে রাম রাজত্ব। যার মানে যা খুশী করা যায়। এবার বর্ধমান পুর এলাকাতেও সেই একই কথার প্রতিধ্বনিত হচ্ছে। কারণ বর্তমানে বর্ধমান পুরসভায় নেই কোনো নির্বাচিত বোর্ড। পুরসভা পরিচালনার দায়িত্ব রয়েছে প্রশাসক তথা বর্ধমান উত্তর মহকুমার মহকুমাশাসকের ওপর। আর নির্বাচিত কোনো বোর্ড না থাকায় বর্ধমান পুর এলাকায় চলছে নির্বিচারে বিনা প্ল্যানেই বাড়ি তৈরীর কাজ। এইরকমই একটি অভিযোগ জমা পড়েছে বর্ধমানের ৬নং ওয়ার্ডের জনৈক মুকুল নন্দী নামে এক ব্যাক্তির বিরুদ্ধে। বিনা প্ল্যানেই দুরদার করে বাড়ি তৈরী করছেন বলে অভিযোগ। তাঁর পাশের জায়গার মালিক সুব্রত মণ্ডল এব্যাপারে পুরসভা তথা প্রশাসকের কাছে লিখিত অভিযোগও করেছেন। অভিযোগের পর কাজ বন্ধ করার নির্দেশও জারী হয়। কিন্তু অভিযোগ, কোনো এক অজ্ঞাত কারণে ফের বাড়ি তৈরীর কাজ চলছেই। রীতিমত অসহায় অবস্থায় রয়েছেন সুব্রতবাবুরা। যদিও এব্যাপারে মুকুল নন্দীর সঙ্গে কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি।
Monday, 4 February 2019
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a comment