728x90 AdSpace

Latest News

Sunday, 24 February 2019

নতুন তারার খোঁজে ‘বেঙ্গল গট ট্যালেন্ট’


সপ্তর্ষি সিংহ,কলকাতাঃ প্রতিভাবানদের খুঁজে তাদের নতুন এক প্ল্যাটফর্ম দিতে গ্লোবাল ইভেন্টস মিডিয়ার উদ্যোগে কৃষ্ণা সিনেমা এন্ড এন্টারটেইনমেন্টের সোনা শীল এর প্রযোজনায় শুরু হতে চলেছে দুই বাংলা জুড়ে 'বেঙ্গল গট ট্যালেন্ট' রিয়ালিটি শো। শনিবার কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে উপস্থিত থেকে একথা জানান শো'য়ের পরিচালক প্রণব সরকার। অরেঞ্জ টিভিতে প্রাথমিকভাবে অনুষ্ঠানটি হওয়ার কথা। প্রস্তুতি চলছে এখন থেকেই। এদিন উপস্থিত ছিলেন বাংলাদেশের গায়ক থেকে শুরু করে ইন্ডিয়া গট ট্যালেন্ট খ্যাত বাক্তি বর্গ, ছিলেন ডঃ অরুণ কুমার। অডিশন শুরু হচ্ছে শীঘ্রই। এখন শুধু সময়ের অপেক্ষা নতুন প্রতিভার খোঁজে মানুষের কাছে পৌঁছানোর বলে জানালেন পরিচালক প্রণব সরকার।
নতুন তারার খোঁজে ‘বেঙ্গল গট ট্যালেন্ট’
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Top