728x90 AdSpace

Latest News

Monday, 4 February 2019

প্রবীনদের খুশির ঠিকানা রাইজিং কেয়ার


সপ্তর্ষি সিংহ,কলকাতাঃ নিজের বাড়িই মানুষের কাছে সবথেকে সুখ ও সাচ্ছন্দের ঠিকানা। কিন্তু পরিবেশ ও পরিস্থিতির চাপে অনেক প্রবীণ মানুষকে শেষ জীবনে আশ্রয় নিতে হয় বৃদ্ধাবাসে। কিন্তু এইসব প্রবীণ ও অসহায় মানুষদের বাড়িতে রেখেই সব ধরণের স্বাচ্ছন্দের ব্যাবস্থা করে 'রাইজিং কেয়ারের' মতো হোম কেয়ার সার্ভিস প্রভাইডাররা। শুধু মেডিক্যাল ও নন মেডিক্যাল পরিষেবা নয়, সদস্যদের মানসিক স্বাচ্ছন্দের দিকেও নজর রাখেন উক্ত সংস্থার মনোবিদ ও কর্মীরা। সদস্যদের সুস্থ ও স্বাভাবিক রাখার জন্য 'রাইজিং কেয়ার' এই ধরনের পরিষেবা দিয়ে থাকেন। আর এবার এই সংস্থার উদ্যোগে রবিবার প্রায় পিকনিক মুডে তাঁদের সদস্যদের নিয়ে গেট টুগেদার আয়োজন করা হল নরেন্দ্রপুর এর কাছে এক বাগান বাড়িতে। ২০১৩সালে যাত্রা শুরু করে বর্তমানে এই সংস্থার সদস্য প্রায় চারশো র কাছাকাছি। কোম্পানীর ডিরেক্টর ও ফাউন্ডার মৌ রায় সাংবাদিকদের জানান, মানুষের সেবা প্রদান করতে এই ধরনের পদক্ষেপ রাজ্যে প্রথম। 
প্রবীনদের খুশির ঠিকানা রাইজিং কেয়ার
  • Blogger Comments
  • Facebook Comments

1 comments:

  1. Probinder Khusir Thikana, RISING CARE.er Contact jante ichuk ..    ..

    ReplyDelete

Top