728x90 AdSpace

Latest News

Wednesday, 6 February 2019

৮৪তম রাজ্য এবং অন্ত জেলা টেবিল টেনিস


সপ্তর্ষি সিংহ,কলকাতাঃ মঙ্গলবার থেকে শুরু হওয়া ৮৪তম রাজ্য এবং অন্ত জেলা টেবিল টেনিসে প্রতিযোগিতা শেষ হল বুধবার। বেঙ্গল টেবিল টেনিস এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় সারা বাংলার ২০টি জেলা থেকে ৬৫০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছে। প্রথম দিনের দলগত বিভাগে বালকদের সাব জুনিয়র গ্রুপ-এ তে দক্ষিণ ২৪ পরগনা ৩-১ পয়েন্টে নদীয়াকে এবং নদীয়া জেলা দক্ষিণ দিনাজপুরকে ৩-০ তে পরাজিত করে। গ্রুপ-বি তে চ্যাম্পিয়ন হয় সেন্ট্রাল কলকাতা। হাওড়াকে ৩-১ এবং সাউথ কলকাতাকে ৩-০ তে পরাজিত করে সেন্ট্রাল কলকাতা। গ্রুপ-সি তে পুরুলিয়া পরপর দুটি ম্যাচে হুগলি এবং উত্তর ২৪ পরগনার কাছে ৩-০ তে পরাজিত হয়। গ্রুপ ডি তে পূর্ব কলকাতা পরপর দুটি ম্যাচে চন্দননগর এবং হাওড়া-বি দলের কাছে ৩-০ তে পরাজিত হয়। 

অন্যদিকে সিনিয়র বিভাগে পুরুষদের গ্রুপ-এ ম্যাচে সেন্ট্রাল কলকাতার কাছে ৩-১ এ পরাজিত হয় পুরুলিয়া। গ্রুপ-বি তে দক্ষিণ কলকাতা ৩-২ পয়েন্টে পরাজিত করে হাওড়া বি দলকে। গ্রুপ-সি তে পূর্ব কলকাতা ৩-১ পয়েন্টে দক্ষিণ দিনাজপুরকে পরাজিত করে। গ্রুপ-ডি র দুটি ম্যাচে হাওদি-এ দলের কাছে ৩-০ তে ও হুগলির কাছে ৩-১ পরাজিত হয় নদীয়া। মহিলাদের সিনিয়র দলগত বিভাগে গ্রুপ-এ তে চ্যাম্পিয়ন হয় হুগলি জেলা। গ্রুপের দুটি ম্যাচে হাওড়া এবং পূর্ব কলকাতাকে ৩-০ তে পরাজিত করে হুগলি। রাজ্য চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিচারপতি অসীম কুমার রায়, সাই এর পূর্বাঞ্চলীয় শাখার ডিরেক্টর মনমীত সিং গোয়েন্ডি, রাজ্য সংস্থার কার্যকরী সভাপতি বিশ্বরূপ দে, রাজ্য সংস্থার সম্পাদক সুব্রত দে এবং শীর্ষকর্তা রঙ্গন মজুমদার। বুধবার দলগত বিভাগে ফাইনাল বিকেল ৫ টা থেকে শুরু হয়।
৮৪তম রাজ্য এবং অন্ত জেলা টেবিল টেনিস
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a comment

Top