728x90 AdSpace

Latest News

Tuesday, 22 January 2019

দেশের রাজনীতিতে ছাত্রছাত্রীদের এগিয়ে আসার বার্তা দিলেন শশী থারুর


ফোকাস বেঙ্গল ডেস্ক,কলকাতাঃ ভারতে বিদেশের তুলনায় শিক্ষায় অনেক কম টাকা ব্যয় করা হয়। তার ফলে আমাদের দেশ ইউরোপের মত দেশগুলোর তুলনায় অনেকটা পিছিয়ে পড়ে। এতে শুধু শিক্ষা নয়, ব্যাহত হয় দেশের সামগ্রিক বিকাশও। সম্প্রতি শহরের এক বেসরকারি ম্যানেজমেন্ট কলেজ এনএসএইচএম ক্যাম্পাসে উপস্থিত হয়ে এই কথা বললেন দেশের অন্যতম জনপ্রিয় লেখক ও সাংসদ শশী থারুর। তিনি বলেন, দেশের রাজনীতিতে ছাত্রছাত্রীদের আরও এগিয়ে আসা উচিত। 

তিনি বলেন, তাঁর জীবনের অনেকগুলি বছর বিদেশে কাটলেও, কলকাতার সঙ্গে তাঁর একটা আত্মিকতা রয়ছে। রোদে পুড়ে ইডেন গার্ডেন্সে ক্রিকেট ম্যাচ দেখেছি। সেন্ট জেভিয়ারস এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় এর সঙ্গেও যোগাযোগ রয়ছে। এদিন এনএসএইচএম এর ছাত্রছাত্রীরা তাঁকে পেশাগত সমস্যা ও কূটনীতি নিয়ে প্রশ্ন করলে অকপটে বিস্তারিত উত্তর দেন। এদিনের আলোচনাসভায় ছাত্রছাত্রীদের সঙ্গে মোটিভেশনাল পরামর্শ দেন লেখক রবিন্দর শর্মা। তিনি নিজের জীবনের বিভিন্ন দিক তুলে ধরে পড়ুয়াদের সাহিত্যচর্চার পরামর্শ দেন।
দেশের রাজনীতিতে ছাত্রছাত্রীদের এগিয়ে আসার বার্তা দিলেন শশী থারুর
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a comment

Top