Headlines
Loading...
সেহারাবাজারে শুরু হলো বুড়ো পীরের উরস উৎসব

সেহারাবাজারে শুরু হলো বুড়ো পীরের উরস উৎসব


সন্তু দত্ত,খণ্ডঘোষঃ পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ ব্লকের সেহারাবাজার কাঁটাপুকুরে শুরু হলো বুড়ো পীরের উরস উৎসব । এই উৎসব উপলক্ষে প্রায় কুড়ি হাজার মানুষের অন্ন ভোগ এর ব্যবস্থা করা হয়েছে উদ্যক্তাদের পক্ষ থেকে। পীর বাবার মাজারে চাদর চড়ানোর মাধ্যমে এদিনের অনুষ্ঠানের শুভ সূচনা হয় । উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট সমাজসেবী তথা সেহারাবাজার পুলিশ ফাঁসির প্রাক্তন আই সি সুকুমার সেন, বিশিষ্ট সমাজসেবী অদ্বৈত্য খাঁ, প্রভাত সরকার, বিশিষ্ট সমাজসেবী গফুর আলি খা প্রমুখ। এই উরস উপলক্ষে বসেছে বিশাল মেলা। উদ্যোক্তারা জানিয়েছেন, চার দিন ধরে চলবে এই মেলা। শুধু মেলা নয়, সঙ্গে থাকছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। এবছর এই উরস ৭ম বর্ষে পদার্পণ করলো।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});