728x90 AdSpace

Latest News

Sunday, 13 January 2019

মালগাড়িতে উঠে ঘুড়ি ধরতে গিয়ে মৃত্যু ছাত্রের

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমানঃ কেটে যাওয়া ঘুড়ি ধরতে গিয়ে মালগাড়ির ওপরে উঠে পড়েছিল এক কিশোর। ঘুড়ির দিকে নজর থাকায় নজর ছিল না মালগাড়ির ওপর দিয়ে যাওয়া হাই ভোল্টেজ বিদ্যুতবাহী তারের দিকে। সেখানেই বিদ্যুতস্পৃষ্ট হয়ে অবশেষে প্রায় ১৫দিন জীবনমৃত্যুর লড়াই চালানোর পর রবিবার সকালে তার মৃত্যু হল। মৃত কিশোরের নাম সেখ অর্জুন (১৩)। বাড়ি বর্ধমান শহরের তিনকোনিয়া গুডসশেড রোড এলাকায়। বর্ধমান শহরের হরিজন হাই স্কুলে সপ্তম শ্রেণীর ছাত্র ছিল সে।

মৃতের পরিবার সূত্রে জানা গেছে, ঘুড়ি ওড়ানোর নেশা ছিল অর্জুনের। গত ২৪ ডিসেম্বর সে ঘুড়ি ধরতে বর্ধমান স্টেশন লাগোয়া গুডস শেডে দাঁড়িয়ে থাকা মালগাড়ির ছাদে উঠে পড়লে বিদু্ত্স্পৃষ্ট হয়। স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানেই রবিবার সকালে তার মৃত্যু হয়।
মালগাড়িতে উঠে ঘুড়ি ধরতে গিয়ে মৃত্যু ছাত্রের
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a comment

Top