728x90 AdSpace

Latest News

Tuesday, 8 January 2019

বসুশ্রীতে হতে চলেছে সিনেমার সমাবর্তন


ফোকাস বেঙ্গল ডেস্ক,কলকাতাঃ ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে তৃতীয় বর্ষ সিনেমা সমাবর্তন। ১৩ জানুয়ারি কলকাতার বসুশ্রী সিনেমা হলে হবে এই সমাবর্তন। এবারেও বেশ কিছু বিভাগে পুরস্কারের কথা ঘোষণা করলেন সংস্থার সম্পাদক নির্মল ধর। তিনি জানিয়েছেন, 'সিনে দুনিয়ায় প্রতি বছর প্রচুর অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান হয়। কিন্তু এখানে পুরস্কার বিতরণ অন্যদের থেকে আলাদা। ফিল্ম জার্নালিস্টরা সিনেমা নির্বাচনে তাঁদের মত প্রকাশ তো করেনই। এছাড়াও এবছর তারা জোর দিচ্ছেন বিষয়বস্তু এবং দর্শকের নির্বাচনের উপর'। এছাড়াও এই অনুষ্ঠানের প্রধান বিষয় বাঙালিয়ানা। অভিনেতা, অভিনেত্রী, পরিচালক, মেকআপ থেকে সেট -এর স্টাফ সবাই থাকবেন পুরস্কারের আওতায়। নন্দনে অনুষ্ঠান সম্পর্কিত সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, চিরঞ্জিৎ চক্রবর্তী, হরনাথ চক্রবর্তী, রিয়েল রিল সংস্থার গৌতম জৈন প্রমুখ।
বসুশ্রীতে হতে চলেছে সিনেমার সমাবর্তন
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Top