ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমানঃ তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল বর্ধমান শহরের গোদা এলাকা। প্রজাতন্ত্র দিবসে আলাদা আলাদা করে দুই গোষ্ঠীই দুটি অনুষ্ঠান করে। শনিবার রাতে গোদার একটি চায়ের দোকানে বসে কাদের অনুষ্ঠানে বেশি লোক হয়েছিল তা নিয়ে শুরু হয় বচসা। তা থেকে দুপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ ঘটে। সংঘর্ষে দুপক্ষের কয়েকজন আহতও হন।তাদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সা করানো হয়। এই ঘটনায় দুপক্ষই আলাদা আলাদা করে বর্ধমান থানায় অভিযোগ দায়ের করায় পুলিশ মোট ৬জনকে গ্রেপ্তার করেছে। রবিবার ধৃতদের বর্ধমান আদালতে তোলা হলে তাদের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক। উল্লেখ্য, বেশ কিছুদিন ধরেই গোদা এলাকা কার দখলে থাকবে তা নিয়ে দুপক্ষের মধ্যে টানাপোড়েন চলছে। তার জেরেই এই ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
Sunday, 27 January 2019
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a comment