

সপ্তর্ষি সিংহ,কলকাতাঃ সোনার কেল্লা থেকে যাত্রা শুরু, এরপর টলিউডে সময় গড়িয়েছে ছ’দশক। তাঁর ঝুলিতে ফ্রান্সের সর্ব্বোচ্চ সম্মান থেকে পদ্মবিভূষনের মত একাধিক সম্মান। ফেলুদা, চারুলতা থেকে বর্তমান সময়ে পোস্ত, বেলাশেষের মত একাধিক ছবিতে সাবলীল তাঁর অভিনয়। সত্যজিৎ রায়ের হাত ধরে চলচ্চিত্র জগতে প্রবেশ ঘটেছিল তাঁর, দীর্ঘ সময় পেরিয়ে স্বর্নালী সেই দিনগুলি এখনও জ্বলজ্বল করে। অন্যতম বর্ষীয়ান অভিনেতা সেই সৌমিত্র চট্টোপাধ্যায় আজও সমান তালে বিভিন্ন চরিত্রে সাবলীল ভূমিকায় অভিনয় জগতে বিচরন করেন। সোমবার শহরে স্বর্ণ প্রস্তুতকারক সংস্থা পিসি চন্দ্র ও প্রকাশনী দেজ পাবলিকেশন এর যৌথ উদ্যোগে সৌমিত্র চট্টোপাধ্যায়ের লেখনিতে প্রকাশিত হল ছবি ও ছায়া। এদিন সন্ধ্যায় বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্টি অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়, সোহিনী সেনগুপ্ত, জাতীয় পুরস্কার প্রাপ্ত চলচ্চিত্র নির্মাতা অতনু ঘোষ, চলচ্চিত্র সমালোচক শমীক বন্দ্যোপাধ্যায় এবং পিসি চন্দ্র গ্রুপের এমডি একে চন্দ্র।