
ফোকাস বেঙ্গল ডেস্ক,ভাতারঃ পূর্ব বর্ধমান জেলার ভাতার ব্লকের গ্রামডিহি নেতাজী সংঘের পরিচালনায় শনিবার প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এক দিনের ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। প্রফুল্ল হাজরা স্মৃতি বিজয়ী ও আনন্দময় স্মৃতি বিজীত ফুটবল টুর্নামেন্ট। মোট আটটি দল অংশগ্রহণ করেছে এই খেলায়। ফাইনালে বিজয়ী দলকে কুড়ি হাজার টাকা ও ট্রফি এবং বিজিত দলকে ১৫ হাজার টাকা ও ট্রফি দেওয়া হবে বলে জানিয়েছেন ক্লাব সভাপতি তনজ ঘোষ।
খেলায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার বিদেশ বসু, প্রাক্তন ফুটবলার তুষার কোলে, ভাতার বিধানসভার বিধায়ক সুভাষ মন্ডল এছাড়াও অন্যান্য গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান ও পঞ্চায়েত সমিতির সদস্যরা। এদিন খেলা দেখার জন্য মাঠে ভিড় করেন এলাকার সমস্ত সম্প্রদায়ের মানুষজন।
0 comments:
Post a comment