ফোকাস বেঙ্গল ডেস্ক,ভাতারঃ পূর্ব বর্ধমান জেলার ভাতার ব্লকের এরুয়ার গ্রাম পঞ্চায়েতের এরুয়ার গ্রামে গোপন সূত্রে খবর পেয়ে চাইল্ড লাইনের আধিকারিকরা বন্ধ করে দিলো নাবালিকার বিয়ে। সূত্রের মারফত জানা যায় এরুয়ার বালিকা বিদ্যালয় পাঠরত নবম শ্রেণীর ছাত্রীর বিয়ে দিয়ে দিচ্ছিল তাঁর বাবা-মা। সোমবার এই খবর জানতে পারে স্কুলের শিক্ষক শিক্ষিকারা। চাইল্ড লাইনকে খবর দেওয়া হলে, আধিকারিকরা এসে নাবালিকার বিয়ে বন্ধ করে দেয়। ঘটনার কথা স্বীকার নেয় কন্যার বা ও মা। অঙ্গীকার করেন ১৮ বছর বয়স না হলে তারা মেয়ের বিয়ে দেবে না। চাইল্ড লাইনের এই তৎপড়তায় খুশি এলাকার মানুষজন।
নাবালিকার বিয়ে বন্ধ করল চাইল্ড লাইন

- Title : নাবালিকার বিয়ে বন্ধ করল চাইল্ড লাইন
- Posted by :
- Date : January 28, 2019
- Labels : latest, state, জেলা, রাজ্য
0 comments:
Post a comment