Headlines
Loading...
প্রদর্শতি হল ঋতুপর্নর স্মরণে তথ্যচিত্র বার্ড অফ ডাস্ক

প্রদর্শতি হল ঋতুপর্নর স্মরণে তথ্যচিত্র বার্ড অফ ডাস্ক


সপ্তর্ষি সিংহ,কলকাতাঃ বৃহস্পতিবার নন্দনে ৯২ মিনিটের তথ্যচিত্র বার্ড অফ ডাস্ক প্রদর্শতি হল। উপস্থিত ছিলেন পরিচালক সংগীতা দত্ত ও অভিনেত্রী চূর্ণী গাঙ্গুলি। তথ্যচিত্রে ঋতুপর্ণ ঘোষের কর্মজীবন ও ব্যক্তিগত জীবনকে ছুঁয়ে গেছেন সংগীতা। রয়েছে অভিনেত্রী অভিনেতাদের স্মৃতিচারণ। তাঁদের প্রিয় ঋতুপর্ণ কীভাবে তাঁদের জীবনে প্রভাব ফেলে গেছে সেই সব তথ্যও।

তথ্যচিত্র প্রদর্শিত হওয়ার পর চূর্ণী গাঙ্গুলি বলেন, "ঋতুদা তো আমাদের কাছে লোক। ঋতুদার সঙ্গে কাজ করেছি, আড্ডা দিয়েছি। সেই মানুষটা নেই ভাবতে পারি না। উনি যে প্রয়াত এটা মনে করি না। আজও আমাদের কাজে নানাভাবে উঠে আসেন। ও বেঁচে থাকলে কীভাবে কাজ করত, আলোচনা করত। রবীন্দ্রনাথের গল্প বললে কীভাবে বলত, সব কিছুই আলোচনার মাধ্যমে উঠে আসে।" এর আগে একাধিক ফেস্টিভ্যালে প্রদর্শিত হয় তথ্যচিত্রটি।

0 Comments: