Headlines
Loading...
বর্ধমান মডেল স্কুলের বার্ষিক ক্রীড়া, জ্বললো মশাল

বর্ধমান মডেল স্কুলের বার্ষিক ক্রীড়া, জ্বললো মশালফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমানঃ বর্ধমান মডেল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষ হলো শুক্রবার। এই বার্ষিক ক্রীড়ায় অংশ নিলো প্রায় ১০০০ জন ছাত্র ছাত্রী ৷ প্রাথমিক পর্যায়ের হিটে ওঠা প্রায় ৬০০ ছাত্র ছাত্রী ৩০টি ইভেন্টে প্রতিযোগিতা করল।

এদিন অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব ৷ উপস্থিত ছিলেন স্কুল এর অন্যতম কর্ণধার অচিন্ত্য মণ্ডল। প্রতিটি ইভেন্ট শেষে সফল প্রতিযোগীদের পুরস্কার তুলে দেন স্কুলের প্রিনসিপ্যাল কৌশিক দাস, স্কুলের প্রশাসনিক প্রধান অঙ্কিতা মন্ডল সহ অন্য বিশিষ্ঠ ব্যক্তিরাসমগ্র ক্রীড়া পরিচালনা করেন স্কুলের ক্রীড়া বিভাগের দায়িত্তে থাকা প্রশিক্ষক অমর চন্দ্র দাস, চিন্ময় পাঁজা, সুশান্ত কোলে প্রমুখ। এছারাও উপস্থিত ছিলেন স্কুল এর সকল বিভাগের শিক্ষক শিক্ষিকা সহ কর্মী বৃন্দ ৷ স্কুলের প্রশাসনিক প্রধান অঙ্কিতা মন্ডল ও প্রিনসিপ্যাল কৌশিক মন্ডল জানান, ক্রিকেটে এইবছর তাদের স্কুল সাফল্যে পিছনে ফেলেছে অন্য অনেক স্কুলকে।

0 Comments: