Headlines
Loading...
সেন্ট পিটার্স এর ৬২ তম বাৎসরিক ক্রীড়া

সেন্ট পিটার্স এর ৬২ তম বাৎসরিক ক্রীড়াসপ্তর্ষি সিংহ,কোলকাতাঃ কলকাতার এন্টালিতে অবস্থিত লরেটো কনভেন্ট-এর নিজস্ব প্রাঙ্গণে সেন্ট পিটার্স হাই স্কুল-এর ৬২ তম বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হলো। বিদ্যালয়ের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন কলকাতা পৌর নিগমের ৬৩ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি সুস্মিতা ভট্টাচার্য চ্যাটার্জী সহ আরো অনেকে। এদিন অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন অধ্যক্ষ ফাদার সুব্রত বৈদ্য। ক্রীড়া প্রতিযোগিতার বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে শিউলি গোমস জানান, ১৯৫৭ সালে মাত্র কয়েকজন হাতেগোনা ছাত্র নিয়ে শুরু হয়েছিল এই বিদ্যালয়ের পথচলা।
বর্তমানে পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত পড়ানো হয় এই বিদ্যালয়ে। আদ্যোপান্ত বাংলা মাধ্যমের এই বিদ্যালয়ে এখন ৫১০ জন ছাত্র পড়াশোনা করছে। কোলকাতার বুকে যে কটা বিদ্যালয়ে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া ঘরের শিশুদের লেখাপড়া শেখানো হয় তার মধ্যে এই বিদ্যালয় অন্যতম।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});