
ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমানঃ বন্ধুর স্ত্রীকে নিজের জীবনসঙ্গীনী হিসাবে চাওয়ায় এবং তাতে সম্মতি না দেওয়ায় ওই গৃহবধুকে গলার নলি কেটে খুন করার চেষ্টা করলেন এক ব্যক্তি। গুরুতর জখম ওই গৃহবধুকে ভর্তি করা হয়েছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। এই ঘটনার পরই পলাতক অভিযুক্ত ওই ব্যক্তি জাফর আলি সেখ। এই ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমানের রায়নার গোপিনাথপুরে।
জখম গৃহবধুর এক আত্মীয় জানান, ওই গৃহবধুর স্বামী সেখ নজরুল ও অভিযুক্ত ফকির দুজনের বাড়ি একই গ্রামে। দুই বন্ধুই রাজমিস্ত্রির কাজ করেন। সেই সূত্রে নজরুলের বাড়িতে ফকিরের যাতায়াত ছিল। কিন্তু ফকিরের সঙ্গে স্ত্রীর অবৈধ সম্পর্কের বিষয়টি জানাজানি হয় মাস ছয়েক আগে। তারপর নজরুলের মা বৌমাকে তার বাবার বাড়িতে পাঠিয়ে দেন। দিন কুড়ি আগে নজরুলের স্ত্রী শ্বশুর বাড়িতে ফিরে আসে। অভিযোগ, সম্পর্কের বিচ্ছেদ ঘটার পর ওই গৃহবধুকে অভিযুক্ত ফকির সেখ হুমকি দিত। শুক্রবার সন্ধ্যায় মহিলা পুকুর ঘাটে গেলে তার উপর ফকির চড়াও হয় এবং গলায় ধারালো অস্ত্রের কোপ বসায়। প্রথমে রক্তাক্ত অবস্থায় জখম মহিলাকে উদ্ধার করে রায়না প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তারপর রাতে তাকে ভর্তি করা হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
0 comments:
Post a comment