Headlines
Loading...
বর্ধমানে বসেই রাজ্য সাঁতার সংস্থার সভাপতি রামানুজ মুখার্জীর অপসারনের সিদ্ধান্ত নেওয়া হল

বর্ধমানে বসেই রাজ্য সাঁতার সংস্থার সভাপতি রামানুজ মুখার্জীর অপসারনের সিদ্ধান্ত নেওয়া হল


ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমানঃ কলকাতা নয়, সিদ্ধান্ত নেওয়া হলো বর্ধমানে বসেই ৷ রাজ্য সাঁতার সংস্থার সভাপতি পদ থেকে রামানুজ মুখোপাধ্যায় কে অপসারনের সিদ্ধান্ত নেওয়া হলো বর্ধমানের আলমগঞ্জের চিল্ড্রেন কালচারাল সেন্টারের অফিস ঘর থেকেই ৷ হাজির ছিলেন কলকাতা থেকে রাজ্য সাঁতার সংস্থার সাধারন সম্পাদক শান্তিরঞ্জন দে, সহ সভাপতি অলোক চক্রবর্তী, সদস্য স্বপন আদক সহ পরিচালন কমিটির অন্য সদস্যরা ৷ জানা গেছে, মিটিং এ উপস্থিত প্রায় প্রত্যেকেই রামানুজ বাবুর দীর্ঘ সময় ক্ষমতায় থাকা ও তাঁর আমলে বিভিন্ন কার্যকলাপের সমালোচনা করেন ৷ সভায় রামানুজ মুখোপাধ্যায়ের পক্ষে অংশ নেন রমেন বিশ্বাস,শ্যামসুন্দর দাস,নূর ইসলাম সর্দার প্রমুখরা। তবে যুক্তি তর্কের মাঝেই সিদ্ধান্ত নেওয়া হলো রামানুজ বাবুকে পদ থেকে সরিয়ে দেওয়ার ৷ 

অত্যন্ত আক্ষেপের সঙ্গে সংস্থার সহ সভাপতি অলোক চক্রবর্তী জানান, ৩২ বছরেও সংস্থার কোন স্থায়ী অফিসই করে ওঠা যায় নি ৷ শুধু ক্ষমতায় থাকা নয়, কাজের মধ্যে দিয়েই তারা এগিয়ে যেতে চান আগামিদিনে ৷ অপসারনের বিষয়ে জানতে চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি রামানুজ মুখোপাধ্যায়ের সঙ্গে ৷ 

0 Comments: