
সপ্তর্ষি সিংহ,কোলকাতাঃ রাজ্যে দূষন প্রতিরোধে অপ্রচলিত সৌরশক্তির ব্যবহার বাড়াতে উদ্যোগী রাজ্য সরকার। বুধবার শহরের এক পাঁচতারা রেস্তোরাঁয় সুলভ ইন্টারন্যাশনাল এর উদ্যোগে আয়োজন করা হয় একটি আলোচনা ছক্রের।উপস্থিত ছিলেন রাজ্যের বিদুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তিনি বলেন, রাজ্যে বিদুৎ এর চাহিদা মেটাতে ১২০০ স্কুলের ছাদে সৌর প্যানেল বসানো হয়ছে। আপাতত ২১ মেগাওয়াট এর সোলার প্যানেল বসানো হয়ছে। প্রকল্পের অগ্রগতির জন্য বিদুৎ এর চাহিদা বাড়বে বলেও জানান তিনি। তিনি বলেন, ক্ষমতায় আসার পর রাজ্য সরকার সাত বছরে বাংলার গ্রামাঞ্চলে ১ কোটি ৮৫ লক্ষ বাড়িতে বিদুৎ সরবরাহ করে দেশের মধ্যে প্রথম। কেন্দ্রীয় সরকার রাজ্যের বিদুৎ দফতরকে প্রচলিত ও অপ্রচলিত বিদ্যুৎ ব্যবহার বাড়ানোর নির্দেশ দিয়েছে। সেই প্রসঙ্গে বিদুৎ মন্ত্রী বলেন, এই মিশ্রনের ফলে শক্তির গুন ও স্থায়িত্ব বাড়বে। বিভিন্ন ক্ষেত্রে ২৫ শতাংশ মিশ্র বিদুৎ ব্যবহার হচ্ছে। এই আলোচনায় উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, সুলভ ইন্টারন্যাশনাল সংস্থার ফাউন্ডার বিন্দেশ্বর পাঠক প্রমুখ।
0 comments:
Post a comment