
ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমানঃ চোলাই মদ নিয়ে জেলা জুড়ে পুলিশি অভিযান অব্যাহত। পূর্ব বর্ধমানের মাধবডিহি থানার উদ্যোগে শনিবার গভীর রাতে বড়বৈনান এর হাটতলা দুলে পাড়ায় অভিযান চালিয়ে ৮০ লিটার চোলাই মদ সহ দুজনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের নাম নবকুমার বাগ এবং গৌড় হরি বাগ। দুজনকে রবিবার বর্ধমান আদালতে পাঠানো হয়। শুক্রবার রাতে জামালপুর থানার পুলিশও দাসপুর এবং বাহাদুরপুর এলাকায় হানা দিয়ে ৩ জনকে গ্রেপ্তার করে। ধৃতদের নাম পরাণ রায়, হেলা বাউড়ি এবং ভোম্বল রায়। ধৃতদের কাছ থেকে ১৬২ লিটার চোলাই বাজেয়াপ্ত করে পুলিশ। এর পাশাপাশি গলসী থানার পুলিশ সাঁকো ক্যানেলপাড় এলাকায় হানা দিয়ে তারক মণ্ডল নামে এক চোলাই কারবারিকে গ্রেপ্তার করেছে। ধৃতের কাছ থেকে ২০ লিটার চোলাই বাজেয়াপ্ত করেছে পুলিশ।
ছবি - ইন্টারনেট
0 comments:
Post a comment