Headlines
Loading...
শহরে দুদিন ব্যাপী যোগ শিবিরের আয়োজন

শহরে দুদিন ব্যাপী যোগ শিবিরের আয়োজন

সপ্তর্ষি সিংহ,কলকাতাঃ দক্ষিণেশ্বরে ও গড়পা লেনে অবস্থিত যোগদা সৎসঙ্গ সোসাইটি অফ ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা পরমহংস যোগানন্দের ১২৫ তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে কলকাতায় আয়োজিত হল দুদিন ব্যাপী যোগ শিবির। ২৮ তারিখ রাজারহাটে ও ২৯ তারিখ জিডি বিড়লা সভাঘরে কেন্দ্রীয় সরকারের সংস্কৃতি মন্ত্রকের সাহায্যে দুদিন ব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এই বিষয়ে সংঘের পক্ষে স্বামী শ্রদ্ধানন্দ গিরি ও ব্রক্ষচারী অচ্যুতানন্দ জানান, এই অনুষ্ঠানে প্রায় চরশো জন ভক্ত অংশগ্রহন করেন। মুলত বৈঞ্জানিক সাধনা ও আধ্যাত্মিক যোগের মাধ্যমে মানুষ কীভাবে শান্তি লাভ করবে সেই লক্ষ্যে বিশ্বে প্রচারের উদ্দ্যেশে এই শিবির। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংঘের প্রেসিডন্ট সচিদানন্দ গিরি মহারাজ। উল্লেখ্য, শহরের সংঘের চারটি আশ্রম রয়েছে এবং দেশে প্রায় ২০০ নিজস্ব সেন্টার রয়ছে।

0 Comments: