ফোকাস বেঙ্গল ডেস্ক,গলসীঃ এলাকা দখলকে কেন্দ্র করে গলসী থানার ঘাগড়া গ্রামে চলল ব্যাপক বোমাবাজি। এই ঘটনায় আহত হয়েছেন একই পরিবারের ৮জন। তাদের গলসীর পুরষা হাসপাতাল এবং পরে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করানো হয়েছে। এই ঘটনায় গোটা এলাকায় তীব্র উত্তেজনা থাকায় এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে। আহত তৃণমূল সমর্থক আবু সালামের পরিবারের পক্ষ থেকে গলসী থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
অভিযোগপত্রে আবু সালামের পরিবার জানিয়েছেন, শুক্রবার মোটরসাইকেল নিয়ে আবু সালাম বাড়ি ফেরার পথে অন্য গোষ্ঠীর লোকজন তাকে বেধড়ক মারধোর করে তাঁর পা ভেঙে দেয়। এরপর তারা বোমাবাজি করে পালিয়ে যান। আহত আবু সালামকে প্রথমে পুরষা এবং পরে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে, শুক্রবার রাতের ওই ঘটনার পর শনিবার বিকালে বিরোধী গোষ্ঠীর লোকজন আবু সালামের বাড়ি লক্ষ্য করে ব্যাপক বোমাবাজি করে। বোমার আঘাতে আবু সালামের কাকা সহ ৭জন জখম হন। তাদের পুরষা হাসপাতালে চিকিত্সা করানো হয়। এই ঘটনায় গোটা এলাকায় তীব্র উত্তেজনা দেখা দেওয়ায় পুলিশ পিকেট বসানো হয়েছে।
0 comments:
Post a comment