728x90 AdSpace

Latest News

Tuesday, 4 December 2018

শেষ হলো ৩৮তম বর্ধমান সদর উত্তর মহকুমার স্কুল ক্রীড়া


ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমানঃ উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে শেষ হল ৩৮তম বর্ধমান সদর উত্তর মহকুমার বার্ষিক বিদ্যালয় ক্রীড়া। ১৫ টি চক্রের প্রাথমিক, মাদ্রাসা, নিম্নবুনিয়াদী ও শিশু শিক্ষাকেন্দ্রের থেকে প্রায় ৩০০ জন স্কুল পড়ুয়া অংশ নিলো এই প্রতিযোগিতায় ৷ বিভিন্ন বিভাগে প্রতিযোগিজগিতা, হাই জাম্ফ, লংজাম্ফ, জিমন্যাসটিক সহ অন্যান্য প্রতিযোগিতায় অংশ নিলো ৷ এই স্কুল ক্রীড়ার আয়োজক আউসগ্রাম ১ ও ২ চক্র ৷ পয়েন্টের ভিত্তিতে প্রথম হল গলসী পশ্চিম চক্র, দ্বিতীয় বর্ধমান সদর পশ্চিম চক্র, তৃতীয় আউস গ্রাম ১ ও ২ নং চক্র ৷ হাজির ছিলেন আউসগ্রাম ১নং চক্রএর বিদ্যালয় পরিদর্শক অমিত কুমার মুখার্জী , আউসগ্রাম ২ নং চক্রের বিদ্যালয় পরিদর্শক সাম্যব্রত ভট্টাচার্য সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ৷ সমগ্র ক্রীড়া প্রতিযোগিতাটি সুন্দর ভাবে পরিচালনা করেন বিদ্যালয় ক্রীড়ার সঙ্গে যুক্ত থাকা শিক্ষক সেখ কালাম, দেবাশিষ প্রামানিক, সৌমিত্র চট্টপাধ্যায়, পারীজাত সরকার সহ অন্যান্য শিক্ষক মন্ডলী ৷ বার্ষিক এই ক্রীড়া প্রতিযোগিতাটি শেষ হলো গুসকরা পিপি ইন্সটিটিউশনে ৷
শেষ হলো ৩৮তম বর্ধমান সদর উত্তর মহকুমার স্কুল ক্রীড়া
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Top