
সপ্তর্ষি সিংহ,কলকাতাঃ সমাজের বুকে এখনও বড় ব্যাধি কুসংস্কার আর অন্ধবিশ্বাস। সেই সব থেকে মুক্তির পথ কীভাবে খুঁজে পাবে গ্রামবাসীরা? পাশাপাশি শিক্ষাহীন গ্রামকে শিক্ষিত করার লড়াই। সমাজের এই দুটো সবচেয়ে বড় সমস্যা নিয়ে তৈরী পরিচালক ইন্দ্রনীল সরকারের পরিচালনায় ড্যানিয়লের ডায়েরী।
শনিবার সন্ধ্যায় শহরের এক প্রেক্ষাগৃহে ছবির কলাকুশলীদের উপস্থিতিতে প্রদর্শিত হল ছবির স্পেশাল স্ক্রিনিং। ছবিতে ফাদারের চরিত্রে অভিনয় করেছেন নবাগত অভিনেতা সুপ্রিয়া দেবীর নাতি শন ব্যানার্জী। এছারাও গোপাল তালুকদার, গুলসনারা খাতুন, রায়তি ভট্টাচার্য প্রমুখরাও রয়েছেন। এদিন পরিচালক জানান, শুধুমাত্র আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিড্যালে প্রদর্শনের জন্য এই ছবি তৈরি করা হয়েছে, তাই বানিজ্যিক ভাবে এখনি মুক্তি পাচ্ছে না এই ছবি।
0 comments:
Post a comment