
সপ্তর্ষি সিংহ,কলকাতাঃ হৃদযন্ত্রের আড়ালেই রয়ছে হৃদরোগ ঠেকানোর উপায়, কিন্তু আমজনতার মধ্যে সচেতনতার অভাবে তা সক্রিয় করা যায় না। হার্টের অসুখ সারাতে এই প্রক্রিয়া কে চাঙ্গা করতে একটি বিশেষ শিবিরের আয়োজন করতে চলেছে ইমামী ফাউন্ডেশন। হৃদরোগ প্রতিরোধ বিষয়ে সচেতন করতে গত বৃহস্পতিবার সংস্থার পক্ষ থেকে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয় কলকাতা প্রেস ক্লাবে। সেখানে সামাজিক উদ্দ্যেশে আগামী রবিবার শততম শিবিরের ঘোষনা করে এই কর্পোরেট সংস্থা।
কলকাতার পিকনিক গার্ডেনের আনন্দধামে সারাদিনব্যাপী শিবিরে যোগব্যায়াম ও স্ট্রেস ম্যানেজমেন্টের পাশাপাশি শেখানো হবে কেমন খাবার খাওয়া উচিত, কতটা হাঁটা দরকার। এছাড়াও জানানো হবে এমন এক যান্ত্রিক ব্যাবস্থা সম্বন্ধে যাতে এক ঘন্টা করে ৩৫ দিনের সিটিং নিলে সারবে রোগ। এদিন এইমসের প্রাক্তন হৃদরোগ বিশেষজ্ঞ বিমল ছাজের জানান, ইসিপি নামের একটি যন্ত্রের কল্যানে এমনটা সম্ভব। তিনি বলেন হৃদযন্ত্রে যতগুলি রক্তবাহিকা থাকে তার সবগুলি একসঙ্গে কাজ করেনা। কিছু করে, বাকি গুলি স্ট্যাণ্ডবাই অবস্থায় থাকে। সক্রিয় রক্তবাহিকাগুলি ব্লক হয়ে গেলে তখন ওই স্ট্যান্ডবাই রক্তবাহিকাগুলি কাজ শুরু করে। তিনি বলেন, অনেক বড় হাসপাতালে রয়ছে এই যন্ত্র। এর খরচও কম। তার উপর আবার এই যন্ত্র হৃদযন্ত্রের ব্লকেজ সারিয়ে দেয়। তাই বানিজ্যিক স্বার্থে অনেকেই এই যন্ত্র ব্যবহার করতে চায় না।
0 comments:
Post a comment