
ফোকাস বেঙ্গল ডেস্ক,বাঁকুড়াঃ ৭০তম বিশ্ব মানবাধিকার দিবস পালন করল বাঁকুড়ার হিউম্যান বাহর্স সংগঠন। সোমবার বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়ের সভাগৃহে আয়োজিত এই সেমিনারে মানবাধিকার সমন্ধে কিছু প্রয়োজনীয় বিষয়, আইন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য, ন্যায় বিচার ও পরিবেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখা সহ অসহিষ্ণুতা বিনাশ করা নিয়ে মনোগ্রাহী আলোচনা হয়। বক্তব্য রাখেন সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যাক্তিবর্গ। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়ার বিশিষ্ট আইনজীবী অর্ধেন্দু শেখর ঘোষ, কোলকাতা হাইকোর্টের আইনজীবী শ্রীমতি গোপা রায়, বিশিষ্ট শিক্ষক তথা বাঁকুড়া জেলা সম্পাদক শ্রী জয়দেব চন্দ্র, সংস্থার সভাপতি শেখ মোতাহার হোসেন, সম্পাদক বাপি দে সূত্রধর এবং অন্যান্য বিশিষ্টরা সহ জেথ্রিএস ইনস্টিটিউটের ছাত্রছাত্রীরা।
অনুষ্ঠানে বক্তারা ভারতের শিক্ষা,সংস্কৃতি মেনে চলার এবং সাম্প্রদায়িকতা বজায় রেখে ভারতের ঐতিহ্য অটুট রাখার উপর জোর দেন।

0 comments:
Post a comment