728x90 AdSpace

Latest News

Saturday, 1 December 2018

জখম সন্দীপ নন্দী কে দেখতে বর্ধমানে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমানঃ গত বৃহস্পতিবার মেদিনীপুরে বিজেপির গণতন্ত্র বাঁচাও রথযাত্রার সমর্থনে রাঢ়বঙ্গের একটি প্রমুখ কমিটির গুরুত্বপূর্ণ সভায় যোগ দিতে যাবার পথে বর্ধমানের জামালপুরের আঝাপুরে একটি পথ দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছিলেন বিজেপির বর্ধমান জেলা সভাপতি সন্দীপ নন্দী। শনিবার আহত সন্দীপ নন্দীকে দেখতে একটি বেসরকারী নার্সিংহোমে আসেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি সন্দীপ নন্দীর দ্রুত আরোগ্য কামনাও করেন। খোঁজখবর নেন তাঁর চিকিৎসার বিষয়েও। পরে সাংবাদিকদের সঙ্গে মিলিত হন দিলীপবাবু।

জখম সন্দীপ নন্দী কে দেখতে বর্ধমানে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Top