728x90 AdSpace

Latest News

Tuesday, 18 December 2018

ডিম উৎপাদন বাড়াতে প্রশাসনিক বৈঠক বর্ধমানে


ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমানঃ ডিম উৎপাদনে রাজ্য যাতে স্বয়ং সম্পূর্ণ হতে পারে সে ব্যাপারে প্রশাসনিক বৈঠকে রাজ্যের সমস্ত জেলাকে উদ্যোগী হবার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। রাজ্যে ডিমের ব্যাপক চাহিদা থাকলেও উৎপাদনে রাজ্য অনেকটাই পিছিয়ে। বিভিন্ন সময়ই ডিম অন্য রাজ্য থেকে আমদানী করতে হয়। তাই ডিম উৎপাদন বাড়ানো এবং তার মাধ্যমে বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান - এই দুই লক্ষ্যকে বাস্তবায়িত করার লক্ষ্যে এবার এগিয়ে এল পূর্ব বর্ধমান জেলা প্রশাসন। মঙ্গলবার জেলার ডিম ও পোল্ট্রী ব্যবসায়ীদের নিয়ে পূর্ব বর্ধমান জেলা পরিষদের অঙ্গীকার হলে অনুষ্ঠিত হলো এক গুরুত্বপূর্ণ বৈঠক। 

বৈঠকে উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি শম্পা ধাড়া, সহকারী সভাধিপতি দেবু টুডু সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। বাণিজ্যিকভাবে ডিম উৎপাদন ও ব্রিডার পোল্ট্রী খামার স্থাপনের জন্য পশ্চিমবঙ্গ উৎসাহ প্রদান প্রকল্প ২০১৭ নিয়ে এদিনের বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। মূলধনী ভর্তুকি, মেয়াদি ঋণের উপর সুদের ভর্তুকি, বিদ্যুতের উপর ভর্তুকি, বিদ্যুৎ মাশুল আংশিক মুকুব, স্ট্যাম্প শুল্ক এবং রেজিস্টেশন ব্যয়ের ভর্তুকি ইত্যাদির মধ্য দিয়ে নতুন নতুন খামার নির্মাণে উৎসাহ প্রদান ও সেই সঙ্গে নতুন কর্মসংস্থানের মধ্য দিয়ে রাজ্যকে ডিম উৎপাদনে স্বয়ং সম্পূর্ণ করে তোলাই হলো এই প্রকল্পের মূল লক্ষ্য। এই উদ্যোগে খুশি ডিম ও পোলট্রি ব্যবসায়ীরা।

ডিম উৎপাদন বাড়াতে প্রশাসনিক বৈঠক বর্ধমানে
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Top