728x90 AdSpace

Latest News

Tuesday, 6 November 2018

বর্ধমানে অবৈধ চোলাই সহ গ্রেপ্তার ২



ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমানঃ গাড়িতে করে চোলাই পাচারের সময় গোপন সূত্রে খবর পেয়ে ২ ব্যক্তিকে গ্রেপ্তার করলো জেলা আবগারী দপ্তর। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় ২২০ লিটার চোলাই মদ। আটক করা হয়েছে পাচারের কাজে ব্যবহৃত একটি বাইক ও একটি মোটর ভ্যান। 

জেলা সদর ওসি আবগারী শশীভূষণ তেওয়ারী জানিয়েছেন, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে মঙ্গলবার সকালে ক্ষেতিয়া রেলগেটের কাছ থেকে ওই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। ধৃতরা হল সুফল মাঝি ও হিরু দাস। সুফল মাঝির বাড়ি ভাতারের বড়বেলুনে ও হিরু দাসের বাড়ি দেওয়ানদিঘী থানার মালকিতায়। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় ২২০ লিটার চোলাই। এই চোলাই ভাতারের বড়বেলুন থেকে বিজয়রামে নিয়ে আসা হচ্ছিল। 


উল্লেখ্য, এর আগেও দুর্গা পুজোর মুখে চোলাইয়ের বিভিন্ন ভাটি গুলিতে অভিযান চালানো হয় আবগারী দপ্তরের পক্ষ থেকে। বিজয়রাম,বোরহাট পাশিখানা,পুতুন্ডা সহ একাধিক জায়গায় অভিযান চালিয়ে নষ্ট করে দেওয়া হয় প্রচুর পরিমানে চোলাই তৈরীর উপকরণ। অভিযানের ফলে ওই এলাকা গুলিতে চোলাই সরবরাহ কম পড়াতেই দূরবর্তী এলাকাগুলি থেকে চোলাই আনা হচ্ছিলো বলে মনে করা হচ্ছে।
                                                                                                                             ছবি - ফাইল
বর্ধমানে অবৈধ চোলাই সহ গ্রেপ্তার ২
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Top