728x90 AdSpace

Latest News

Wednesday, 7 November 2018

ধর্মের নামে বলিপ্রথা আজও পুরুলিয়ার মৌতড়ে আকর্ষণীয়


ফোকাস বেঙ্গল ডেস্ক,পুরুলিয়াঃ ধর্মের নামে বলিপ্রথা আজও সমান ভাবে আকর্ষণীয় পুরুলিয়া জেলা তথা রাজ্যের অন্যতম মৌতড়ের বড়ো কালীমন্দিরে। এবারও মায়ের নিমিত্তে সেখানে বলি হল কয়েক হাজার ছাগ,ভেড়া ও শতাধিক মোষের। যা দেখতে উপচে পড়ল হাজার হাজার দর্শনার্থীদের ভিড়ও। দর্শনার্থীদের ভূমিকায় বাদ পড়ল না পুলিশ প্রশাসনও। অবশ্য বংশ পরম্পরায় চলে আসা এই বলিপ্রথা আটকানো প্রশাসনের কাছে আজ ব্যার্থতায় পর্যভুষিত। তাই ঠিক এইভাবেই প্রশাসনের চোখের সামনে প্রতিবছর পুজোকমিটি মেতে উঠে ধর্মের নামে এই বলি প্রথায়।
ধর্মের নামে বলিপ্রথা আজও পুরুলিয়ার মৌতড়ে আকর্ষণীয়
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Top