
ফোকাস বেঙ্গল ডেস্ক,কাটোয়াঃ কাটোয়া-মালডাঙ্গা রাজ্যসড়কের নন্দীগ্রামের কাছে পথ দুর্ঘটনায় গুরুতর আহত হলেন এক সাইকেল আরোহী। আহত ব্যক্তির নাম লাল্টু মাল্লিক(৩৮)। জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় সাইকেল করে লাল্টু মাল্লিক সিঙ্গি মোড়ের দিকে যাচ্ছিল। সেই সময় পিছন থেকে একটি বলেরো গাড়ি ধাক্কা মারে। প্রচণ্ড আঘাত পান লাল্টু মল্লিক। আশঙ্কাজনক অবস্থায় স্থানীও মানুষজন তাকে উদ্ধার করে কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে যান। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসক লাল্টু মাল্লিক কে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করে দেন।
এদিকে দুর্ঘটনার পর উত্তেজিত জনতা রাস্তা অবরোধ করে দেয়। উত্তেজনা দেখা দেয়। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে কাটোয়া থানার পুলিশ উপস্থিত হয়। পরে পুলিশের আশ্বাসে রাস্তা অবরোধ উঠে যায়। গাড়িটি আটক করেছে পুলিশ। যদিও গাড়ির চালক পলাতক।
0 comments:
Post a comment